নারায়ণগঞ্জ কদমতলী থানাধীন চেয়ারম্যানবাড়ি রসুলবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে ১২ টি ককটেলসহ ১ জন নাশকতাকারী আটক করেছে ডিবি পুলিশ।

মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম(বার) মহোদয়ের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলায় নাশকতা সৃষ্টিকারীদের গ্রেফতার করতে অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৯/০৯/২০২৫ খ্রি. আনুমানিক সকাল ১১:০০ ঘটিকায় তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলা ডিবি কর্তৃক ডিএমপির কদমতলী থানাধীন চেয়ারম্যানবাড়ি রসুলবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে মোঃ নাজমুল হাসান সুমন @ সুজন খান(২৭) পিতা - আব্দুর রশিদ খান, মাতা- সুফিয়া খাতুন, সাং গুরদি ৬নং ওয়ার্ড, আটঘর, থানা-সালথা, জেলা- ফরিদপুর কে ১২টি ককটেলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের পক্ষে ঢাকাসহ আশেপাশের বিভিন্ন জায়গায় মিছিল করার পরিকল্পনা, বাস্তবায়ন ও জনবল সরবরাহের তথ্য রয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম কদমতলী থানা, ডিএমপি কর্তৃক প্রক্রিয়াধীন।