মানিকগঞ্জ-১ আসনের বাংলাদেশ জামায়েত ইসলামীর বিশাল মোটরসাইকেল শোডাউন।

 প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১১:০১ অপরাহ্ন   |   সারাদেশ



আজ ২২শে নভেম্বর মানিকগঞ্জ ১ আসনের (দৌলতপুর, ঘিওর,শিবালয়ে)  

নির্বাচনী প্রচারণা উপলক্ষে   আজ বেলা ১১ঃ০০ টা থেকে  মোটরসাইকেল শোডাউন শুরু হয়।শোডাউনটি পাটুরিয়া-আরিচা- তরা-বানিয়াজুরী-মাইলাঘি-ঘিওর- বরংগাইল শিবালয়, ঘিওর,দৌলতপুরের গুরুত্বপূর্ণ রাস্তা ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  দৌলতপুর বাজার বটতলা সামনে এসে  নির্বাচনী প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর  মনোনীত  প্রার্থী বিশিষ্ট চিকিৎসক,সমাজ- সেবক  ডা.আবু বকর সিদ্দিক।


বক্তৃতায় বলেন - আমাকে দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে গন- মানুষের উন্নয়নে যা যা প্রয়োজন সবই করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ।


 তিনি আরোও বলেন- আল্লাহর দ্বীন কায়েম করতে হবে,জামায়াতে  ইসলামীর মাধ্যমে নীতির ও ভাগ্যের পরিবর্তন করতে হবে। ইসলামী সমাজ ব্যবস্থায় কায়েম করতে হবে,বেকার সমস্যা দূরীকরণে  যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করন সহ উন্নয়নমূলক কাজের আশাবাদ ব্যক্ত করেন আর এটা সম্ভব হবে, বাংলাদেশ  জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রতীকে ভোট  দিয়ে জয়যুক্ত করুন।


জনগণ উদ্দেশ্য বলেন- বিগত ৫৪ বছরের বিভিন্ন সরকারের তন্ত্র মন্ত্র দেখেছেন আপনারা কি আল- কুরআনের শাসন চান? উল্লাসীত জনগন হাঁ কন্ঠে মুখরিত হয় সমাবেশ।  


মানিকগঞ্জ ১ আসনে দাড়িপাল্লার পক্ষে গণ জোয়ার সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ! শুকরিয়া আদায় করেন উপস্থিতিরা।


বিশাল  শোডাউন এ সফর সঙ্গী ছিলেন ঘিওর, শিবালয় ও দৌলতপুরের শত শত  আলেম-ওলামাগন সহ সাধারণ জনগণ।

সারাদেশ এর আরও খবর: