রানীশংকৈলে বিএনপির নির্বাচনী তৎপরতা জোরদারে প্রধান কার্যালয়ের উদ্বোধন
স্টাফ রিপোর্টার হাসিনুজ্জামান মিন্টু,
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আসন্ন নির্বাচনী প্রস্তুতিকে আরও সুসংহত ও কার্যকর করতে উদ্বোধন করা হয়েছে উপজেলা পর্যায়ের প্রধান নির্বাচনী কার্যালয়। শনিবার রাত ৯টায় মুক্তা মার্কেট সংলগ্ন সিনেমা হল এলাকার একটি ভবনে এ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও–৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহিদুর রহমান জাহিদ বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তিনি আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই দলের শক্তির মূল ভিত্তি, তাদের সক্রিয়তা ছাড়া কোনো আন্দোলন বা নির্বাচন সফল হতে পারে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ। তিনি বলেন, বিএনপির প্রতি জনগণের আস্থা দিন দিন বাড়ছে এবং সেই আস্থার প্রতিফলন ঘটাতে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
এছাড়া সভায় বক্তব্য রাখেন রানীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ শাহাজান আলী, পৌর সাধারণ সম্পাদক মহসিন আলীসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা জানান, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে ততই সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে বিএনপির রাজনৈতিক বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
