বড়াইগ্রামে এসিল্যান্ডের অভিযান, দখলকৃত খাস জমি উদ্ধার

 প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ০৬:৪৪ অপরাহ্ন   |   প্রশাসন



জাহিদ হাসান

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অবৈধ ভাবে দখলকৃত দখলদারদের কাছ থেকে সরকারি ৮৫ শতাংশ জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ জমিতে সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


গত দুইদিনে উপজেলার চান্দাই,জোনাইল ও নগর ইউনিয়নের কয়েকটি গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজি নাহিদ ইভা।


কাজি নাহিদ ইভা জানান,বড়াইগ্রামে ৮৫ শতক সরকারি জায়গা দীর্ঘদিন ধরে দখল করে ছিলেন কিছু অসৎ ব্যক্তি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি এসব খাস জায়গা উদ্ধার করা হয়।


তিনি আরো বলেন, উদ্ধারকৃত জায়গায় গৃহহীনদের জন্য সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হবে। অভিযান চলাকালে ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তারা ও বড়াইগ্রাম থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।