মাদারীপুরে মাদকাসক্ত বখাটেদের হাতে সেচ্ছাসেবী লাঞ্চিত!

 প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০৮:৫৮ অপরাহ্ন   |   অপরাধ




নিজস্ব প্রতিবেদক 


আউয়াল ফকির


 সেচ্ছাসেবী মোঃ আবু তালেব শিফাত (২৩) মাদকসেবিদের কে মাদকসেবনে নিষেধ করায় মাদকাসক্ত বখাটেদের হাতে লাঞ্চিত। 

শিফাতের বাড়ির পাশে বসে মাদকাসক্ত কয়েকজন বখাটে মাদকসেবনকালে মাদকের তীব্র গন্ধে সেখানে যান এবং তাদের কে মাদকসেবনে বাঁধা প্রদান করেন এর জের ধরে শিফাতের ওপর মাদকসেবিরা অতর্কিত হামলা চালিয়ে জখম করে যা খুবই দুঃখজনক বিষয়। শিফাত আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয় এবং তাকে ৭টি সেলাই দেওয়া হয়েছে। 


 #শিফাত, ডঃমোঃ মোজাম্মেল হক খান রোভার স্কাউটস গ্রুপের সিনিয়র রোভার, আনসার  ভিডিপিস সদস্য এবং সপ্নের সবুজ বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক সহ কয়েকটি সেচ্ছাসেবী সংগঠন এর সক্রিয় সদস্য। যেকোনো সামাজিক সেবামূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে আসছেন। তার মতো একজন সেচ্ছাসেবী কে মাদকাসক্ত ব্যক্তিরা এভাবে আহত করার ঘটনা সত্যি খুবই দুঃখজনক। এ ব্যাপারে স্বপ্নের সবুজ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান মুন্সী বলেন, আমি মাদারীপুর জেলার সকল সেচ্ছাসেবী ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমাদের মাদারীপুর জেলার একজন সেচ্ছাসেবী ভাইয়ের ওপর হামলার শিকার হওয়ার ঘটনার সঠিক বিচার দাবি করবো ইনশাআল্লাহ এবং সঠিক বিচারের জন্য সকলে একসাথে পরামর্শ করে মিলেমিশে আন্দোলন এবং কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। 


আমি স্বপ্নের সবুজ বাংলাদেশ এর পক্ষ থেকে সেচ্ছাসেবী শিফাত এর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং মাদারীপুর জেলার সকল সেচ্ছাসেবী ভাইবোনদের আহবান করছি আমাদের মাদারীপুর জেলার সেচ্ছাসেবক শিফাত এর ওপর হামলার ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করার জন্য। 

অপরাধ এর আরও খবর: