শরীয়তপুর জাজিরায় মাটি ভরাটকে কেন্দ্র করে মারামারি, পাঁচজন আহত।

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ১১:১০ পূর্বাহ্ন   |   ঢাকা


শরীয়তপুর প্রতিনিধি :

শরীয়তপুর জাজিরা পৌরসভার ৫ নং ওয়ার্ডের আহাদি মাদবর কান্দি এলাকায় গতকাল রোববার সকালে নিজেদের জায়গা জমি সংক্রান্ত বিরোধ ও জায়গায় মাটি ভরাট সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ মারামারির ঘটনায় এক নারীসহ ৫ জন আহত হয়েছে। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে গুরুতর আহত নুরুল ইসলাম হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


 আহত নুরুল ইসলামের ছেলে সুরুজ হাওলাদার অভিযোগ করে বলেন,  আমার চাচার সাথে জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। আমাদের বাড়ির পাশের একটি ডোবা মাটি দ্বারা ভরাটের  কাজ চলছিল। সে ভরাট কৃত বালুর পানি চাচার জায়গা দিয়ে যাওয়ার কারণে, কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে চাচা এবং তার লোকজন আমাদের উপর চড়াও হয় এবং লাঠিসোটা দিয়ে আমার বাবাকে পেটাতে শুরু করে। এতে আমার বাবার মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়। তাকে প্রথমে জাজিরা হাসপাতালে ভর্তি করা হলেও, অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাবাকে বাঁচাতে গিয়ে আমি, আমার ভাই, মা সহ ৫ জন আহত হয়, চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি আছি। আমরা হাসপাতলে ভর্তি, তাই এখনো মামলা করা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।

ঢাকা এর আরও খবর: