মাইক্রোবাস ও অটো মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে ৭ জন

স্টাফ রিপোর্টার, আউয়াল ফকির।
ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে শিমুলতলা
অটো মাইক্রোবাস সামনা সামনি সংঘর্ষে আহত কমপক্ষে সাতজন, দুজনে অবস্থা গুরুতর।
ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে মাইক্রোবাস ও অটো মুখোমুখি সংঘর্ষ হয়।
বিস্তারিত খবর নিয়ে জানা যায় অটো টি রাজৈর থেকে টেকেরহাট যাওয়ার পথে ও মাইক্রো বাসটি টৈকেরহাট পার হয়ে শিমুলতলা এসে দুজনের মুখোমুখি সংঘর্ষ হয়।
তাৎক্ষণিক এলাকাবাসীর সহায়তায় আহত ব্যক্তিবর্গদের পাশের ইউ এস মডেল হসপিটালে নেওয়া হয়।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।