লালপুরে প্রধান শিক্ষকের চড়ে ছাত্রী হাসপাতালে

 প্রকাশ: ২৩ জুন ২০২২, ০১:৫৩ পূর্বাহ্ন   |   জেলার খবর


লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

   নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের প্রধান শিক্ষক গাউছুল আজম এর থাপ্পড়ে ইসরাত জাহান নিলা নামের দশম শ্রেণীর এক শিক্ষার্থী আহত হয়েছে। আহত ওই শিক্ষার্থী লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

বুধবার উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুলে এই ঘটনা ঘটে। 

ইশরাত জাহান নিলা উপজেলার গোপালপুর পৌরসভার শিবপুর মহল্লার আশরাফুজ্জামানের মেয়ে ও ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী।

আহত ওই শিক্ষার্থী জানান, প্রতি দিনের মত সকালে স্কুলে যাই, ক্লাস শুরুর দেরি থাকায় আরেক বান্ধবিকে নিয়ে বিদ্যালয়ের দোতালায় গিয়ে ল্যাব রুমের সামনে দাড়িয়ে ছিলাম। এমন সময় প্রধান শিক্ষক ডেকে পাঠান, স্যারের সামনে গেলে কিছু বুঝে উঠার আগেই আমার দুই গালে ক্রমাগত থাপ্পড় মারতে থাকে। এতে আমার কান দিয়ে রক্ত বের হতে থাকে। পরে আমাকে বসিয়ে রেখে আমার বাবা- মাকে ডেকে আনে। পরে বাবা মা আমাকে নিয়ে হাসপাতালে নিয়ে আসে। আমি এখন দুই কানেই কম শুনতে পাচ্ছি।

ওই শিক্ষার্থীর মা ইসমেয়ারা বেগম জানান, আমার মেয়েকে অন্যায় ভাবে মারা হয়েছে, এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গাউছুল আজমের বিরুদ্ধে মিলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন লেখলে ওই প্রধান শিক্ষক আবেদন টি জমা দিতে দেননি। তিনি ওই প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানান। 

এবিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গাউছুল আজম এর মুঠো ফোনে বার বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এবিষয়ে মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

জেলার খবর এর আরও খবর: