ডাসার নবাগত ইউএনও'র সাথে সাংবাদিকদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মত বিনিময়

 প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ০৫:৫৯ অপরাহ্ন   |   জেলার খবর


মোহাম্মাদ রায়হান উদ্দিন রুবেল, ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসার উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মত বিনিময় করেন ডাসার উপজেলার সদ্য যোগদানকৃত ইউএনও সারমীন ইয়াছমীন। পরে ডাসার উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে "স্মৃতি স্মারক" ক্রেস্ট প্রদান করা হয়।

আজ সকাল ৯ ঘটিকায় তার অফিস কার্যালয় এ সৌজন্যে সাক্ষাৎ ও মত বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আশরাফুল আলম লাহিদ, সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান আজাদ, সহসভাপতি মোঃ মিলন বেপারী, যুগ্ম সম্পাদক সঞ্চয় সরকার, প্রচার সম্পাদক কাজী নাফিজ ফুয়াদ, ক্রিড়া সম্পাদক হেমায়েত হোসেন খান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হোসেন, কার্যকারী সদস্য রায়হান উদ্দিন রুবেল, সাধারণ সদস্য বিজন নাগ, আসাদুজ্জামান, ও নজরুল ইসলাম ও সাদ্দাম হোসেন।

নবাগত ইউএনও সারমীন ইয়াছমীন বলেন, আপনাদের  নতুন উপজেলা এবং আমি নতুন এবং প্রথম ইউএনও। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। 

আমরা সবাই যদি ভ্রাতৃত্ব বোধ বজায় রেখে কাজ করি, তাহলে ডাসার উপজেলার সম্মান দীর্ঘ থেকে দীর্গতম হবে।

জেলার খবর এর আরও খবর: