ঝিকরগাছার বাঁকড়া মুকুন্দপুরের মোস্তাফিজুর কলারোয়া পুলিশের হাতে অস্ত্রসহ গ্রেফতার

 প্রকাশ: ২০ জুলাই ২০২২, ০২:১৯ পূর্বাহ্ন   |   জেলার খবর




আব্দুল জব্বার, যশোর জেলা ব‍্যুরো প্রধান।।


যশোরের ঝিকরগাছা উপজেলার ১১নং বাঁকড়া ইউনিয়নের মুকুন্দপুরের আব্দুল ওহাবের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান (২৮), নামে এক যুবক সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের হাতে অস্ত্রসহ আটক হয়েছে। 


কলারোয়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিস্তলসহ মোস্তাফিজুর রহমানকে আটক করেন।


কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন যুবক অবৈধ পিস্তল নিয়ে যাচ্ছে। আমি আমার সঙ্গীফোর্স নিয়ে উপজেলার কুশোডাঙ্গা এলাকার বিভিন্ন মানুষকে তল্লাশী করতে থাকি। এক পর্যায়ে ঐ যুবকে সনাক্ত করে তার দেহ তল্লাশি করে তার কোমর থেকে পিস্তল উদ্ধার করি।



তিনি আরো বলেন,ঘের নিয়ে ঝামেলার কারণে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এই পিস্তল ক্রয় করে।এঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

জেলার খবর এর আরও খবর: