কালকিনি উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
সালাউদ্দিন খান, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের কালকিনি উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জুলাই) বিকালে উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা ক্লাবের সভাপতি মোঃ ইকবাল হোসেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক বি.এম. হানিফ। কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভায় মেহেদী হাসান মিন্টুকে কার্যকরী সদস্য থেকে সবার সম্মতিক্রমে সহ-সভাপতি পদে দেয়ার সিন্ধন্ত গৃহিত সহ সভায় ক্লাবের উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
এসময় বক্তব্য করেন, উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ মনিরুজ্জামান হাওলাদার, সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, খন্দকার শামীম হোসাইন, মোঃ জিয়া উদ্দিন শেখ লিয়াকত হোসেন, কার্যকরী সদস্য আবদুল্লাহ আল মাহমুদ, আনোয়ার হোসেন মাস্টার, প্রচার সম্পাদক কোহিনুর সুলতানা, মশিউর রহমান রুলিন। এ সময় মাহমুদুর রহমান ইরান, খোরশেদ আলম,সাইফুর রহমান টোকন ও সাকিবুল ইসলাম খলিল উপস্থিত ছিলেন।