ফরিদপুরে ব্যবসায়ী শরিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন

 প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ১১:১৭ অপরাহ্ন   |   জেলার খবর


সুজল খাঁন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ-  


  ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুরে গত ২৬ শে জুন রবিবার কাঁচামাল ব্যবসায়ী শরিফ শেখ (৩৫) হত্যা প্রতিবাদে এবং খুনি শরিফ বাকাউলের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার বাঙ্গাবাড়িয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ মানববন্ধনে প্রায় ২শ লোক অংশ নেয়।

এ সময় অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবুল বাশার,  সাবেক মেম্বার বদরুল ইসলাম স্বপন, মাজেদুল ইসলাম মজনু, হাফেজ বোরহান আনিস,  মিজানুর রহমানসহ অনেকে।


এ সময় নিহত শরিফ শেখের বড় ভাই বাবলু শেখ বলেন,  আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে শরিফ বাকাউল , হত্যাকরীর ফাঁসির দাবি জানাই।


উল্লেখ্য শরিফ শেখ হত্যা মামলায় শরিফ বাকাউলের পুলিশের  কাছে জবানবন্দি দিয়েছেন তিনি হত্যা করেছেন এবং তার কথার প্রক্ষিতে হত্যার ব্যবহৃত দা, মোবাইল এবং প্যান্ট উদ্ধার করেন পুলিশ।

জেলার খবর এর আরও খবর: