বেনাপোল সীমান্তের ওপারে ২১ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে বিএসএফ

 প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ১১:২২ অপরাহ্ন   |   জেলার খবর


মনা, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

  ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ৪১ কেজি ৪৯১ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।


বৃহস্পতিবার রাতে বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে পাচারের সময় ভারতের গুনারমাঠ এলাকার ইছামতী নদীতে ভাসমান নৌকা থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২১ কোটি ২২ লাখ টাকা।


বিএসএফ সূত্রে জানা যায়, প্রায় ৭-৮ জন সন্দেহভাজন চোরাকারবারীকে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ইছামতি নদীতে একটি কাঠের নৌকায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে দেখেন বিএসএফ সদস্যরা। তারা এগিয়ে যেতেই মালপত্র ফেলে নদীতে ঝাঁপ দেয় চোরাকারবারীরা, তারপর সাঁতরে বাংলাদেশের দিকে ফিরে যায়। এরপর তল্লাশি চালিয়ে ৫টি ব্যাগ থেকে ৩২১টি স্বর্ণের বিস্কুট, ৪টি স্বর্ণের বার,১টি স্বর্ণের কয়েন উদ্ধার করা হয়।

জেলার খবর এর আরও খবর: