প্রধানমন্ত্রীকে কুটুক্তি করাই ইউপি চেয়ারম্যান ক্ষমা প্রার্থনা
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় প্রধানমন্ত্রীকে কুটুক্তিকারী ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান এক শালিসে ক্ষমা প্রার্থনা করেন। শুক্রবার (২২ জুলাই) বিকেলে বাউসা ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত শালিসে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন। চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান বাউসা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে বাউসা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বলেন, উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের অধীনে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরে চালের ১ হাজার ২০০ কার্ড বরাদ্দ হয়। এই কার্ড ডিজিটাল করার নির্দেশ দেন সরকার। সেই কার্ড এলাকায় মাইকিং করে ইউনিয়ন পরিষদে জমা নেয় চেয়ারম্যান। চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান এই কার্ডধারীদের হোল্ডিং ট্যাক্স পরিষদ করে কার্ড নেওয়ার জন্য ঘোষনা দেন। এ নিয়ে ২০ জুলাই কার্ডধারীরা একত্রিত হয়ে চেয়ারম্যানের কাছে হোল্ডিং ট্যাক্স দিতে তারা অপারগতা প্রকাশ করেন। এ সময় চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে কুটুক্তি করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা চেয়ারম্যানের নামে মামলা করার প্রস্তুতি নেয়া হয়।
অবশেষে শুক্রবার বিকেলে চেয়ারম্যান নিজেই ইউনিয়ন পরিষদ হলরুমে মামলা ঠেকাতে স্থানীয় রাজনৈতিক নেত্রীবৃন্দ, ইউপি সদস্যদের নিয়ে শালিসের আয়োজন করেন। সেই শালিশে চেয়ারম্যান ক্ষমা প্রার্থনা করেন।
আয়োজিত শালিসে উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, নয়টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ইউপি সদস্য প্রমুখ।
এ বিষয়ে বাউসা ইউনিয়ন চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তি করার বিষয়টা যেমনটি শুনেছেন, ঘটনাটা ঠিক সে রকম নয়। ১০ টাকা দরে কার্ডধারীদের কাছে হোল্ডিং ট্যাক্স চেয়েছিলাম। শালিসে ঘোষনা দিয়েছি ট্যাক্স আর নিব না। তবে জেনে হোক আর অজান্তে হোক, ঘটনাটির বিষয়ে আমি শালিসে দুঃখ প্রকাশ করেছি।
উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ তুফান বাউসা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তাকে মনোনয়ন না দিয়ে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুর রহমান শফিককে দলীয় মনোনয়ন দেওয়া হয়। তার মনোনয়ন মানতে না পেরে বিদ্রোহী প্রার্থী হয়ে ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান হন। পরে দল থেকে তাকে বহিস্কার করা হয়।