রাজশাহীর বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকের সাথে মতবিনিময়

 প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ১১:২৯ অপরাহ্ন   |   জেলার খবর


বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

      রাজশাহীর বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


 শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব ও উপস্থাপনা করেন উপজেলা মৎস্য অফিসার সাহাদুল ইসলাম।


দ্বিতীয় দিনে র‌্যালি, উদ্বোধনী অনুষ্টান, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্তকরণ, সেক্টর বর্তমানে অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র। তৃতীয় দিনে মৎস্যচাষি ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়। চতুর্থ দিনে অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট। পঞ্চম দিনে মৎস্যচাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা। ৬ষ্ট দিনে সুফলভোগীদের মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ। সপ্তম দিনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ে কর্মকর্তার সাথে মতবিনিময় সভা।


আয়োজিত মতবিনিময় সভায় উল্লেখ করা হয়েছে উপজেলায় মোট পুকুর সংখ্যা ৪ হাজার ৩২টি, ব্যক্তি মালিকাধীণ পুকুর ৩ হাজার ৯৮৪টি। সরকারি পুকুর ৪৮টি। পদ্মা নদী ২৬ কিলোমিটার এলাকায় ২ হাজার ৩৬০ হেক্টর। বড়াল নদ ৫ কিলোমিটার একালার আয়তন ৪০ হেক্টর। নিবন্ধকৃত জেলে ১ হাজার ৩০৫ জন। মৎস্য চাষি ৭২০। মৎস্যজীবি সমবায় সমিতি ৭টি। উপজেলায় ১৮৫ বর্গ কিলোমিটার এলাকায় দুটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ১ লক্ষ ৮৪ হাজার ১৮৩ জন জনসংখ্যার বছরে মাছের চাহিদা ৩ হাজার ৯৮০ মেট্রিকটন। উৎপাদন হয় ৪ হাজার ১০০ মোট্রকটন। উদ্বৃত্ত ৪০ মেট্রিকটন।


এসময় উপস্থিত ছিলেন বাঘা প্রেস ক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। 


মোস্তাফিজুর রহমান, 

বাঘা (রাজশাহী প্রতিনিধি)

০১৭৮১০৫৭১৬১

জেলার খবর এর আরও খবর: