সলঙ্গায় এন.এইচ.ডব্লিউ পাকা রাস্তার উদ্বোধন

 প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ০২:০৮ পূর্বাহ্ন   |   জেলার খবর


সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

   সিরাজগঞ্জের সলঙ্গায় এন.এইচ.ডব্লিউ পাকা রাস্তার শুভ উদ্বোধন করেন,

৬৫,সিরাজগঞ্জ-৪( উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এমপি। থানার হাটিকুমরুল ইউনিয়নের নবরত্ন পাড়া ও হাটিপাড়া গ্রামে পৃথক ২ টি পাকা রাস্তার উদ্বোধন করেন। 

এ উপলক্ষ্যে গতকাল শনিবার বিকেলে হাটিকুমরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা বাহাদুর আলী সরকারের সভাপতিত্বে এবং ইব্রাহিম হোসেনের পরিচালনায় জনসভার প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের বিশদ বর্ণনা করেন। বঙ্গবন্ধু কন্যা,প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আগামীতে আবারও নৌকার বিজয় নিশ্চিত করতে জনগনকে আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান হেদায়েতুল আলম (আলম রেজা), সলঙ্গা থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বিএসসি, হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহেল কাফি, সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার,সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার, ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার রাসেল, নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক,সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী সহ আ'লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

জেলার খবর এর আরও খবর: