এক পশলা বৃষ্টিতে জনমনে স্বস্তি

 প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ০৫:১০ অপরাহ্ন   |   জেলার খবর


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

  সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের সলঙ্গায় অনেক দিন ধরে প্রচন্ড তাপদাহ শুরু হওয়ার ফলে প্রাণীকুল সহ জনজীবনে নেমে এসেছে চরম বিপর্যয়।

দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় প্রচন্ড দাবদাহে মাটি ফেটে চৌচির, রাস্তাঘাটে শুধু ধুলা আর ধুলা, ঘরে ঘরে শুরু হয়েছে জ্বর, সর্দি, শিশুদের ডায়রিয়া, নিউমোনিয়া।কৃষকরা রোপা ধান লাগাতে পড়ছে বিপাকে। প্রচন্ড গরমে স্কুলগামী শিক্ষার্থীও কমে গেছে। এরই মধ্যে ঘণ ঘণ বিদ্যুতের লোড শেডিং হওয়ায় অসুস্থ্য,বয়স্ক ও শিশুদের নিয়ে চরম সমস্যায় ভুগছে পরিবারের সদস্যরা। ইতিমধ্যে 

থানার বিভিন্ন মসজিদে বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনাও জানান মুসুল্লীরা। অবশেষে গতকাল শনিবার রাত ২ টার দিকে থানার ৬ টি ইউনিয়নে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে এবং আজ রবিবার (২৪ জুলাই) দুপুর ১২ টা হতে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার ফলে কর্মজীবি মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।বৃষ্টির পানি পেয়ে খুশি আর আনন্দে মেতে উঠেছে শিশুরা। তাপদাহ কমলেও ভ্যাপসা গরম এখনও আছে। আকাশ মেঘলা রয়েছে, যে কোন মুহুর্তে ভারি বৃষ্টি নামতে পারে। সব মিলে অনেক দিন পর সলঙ্গাবাসী বৃষ্টির পরশ পেয়ে স্বস্তিরতা প্রকাশ করছেন।

জেলার খবর এর আরও খবর: