মোড়েলগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদ্বোধন।

 প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ০৩:৪৭ পূর্বাহ্ন   |   জেলার খবর



স্টাপ রিপোটার, মো: পলাশ হাওলাদার হাছিব।


সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও “ নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ " এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে রবিবার জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা চত্তর থেকে একটি র‌্যালি বের হয়ে মোরেলগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়।সম্মানিত বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মো.শাহ-ই আলম বাচ্চু ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম , মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ মুনসুর আলী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।

জেলার খবর এর আরও খবর: