ঝিকরগাছার বাঁকড়ায় শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ
যশোরের ঝিকরগাছায় বাঁকড়া জে.কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) বিকেলে আট দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় বেনাপোল আধিয়া স্পোর্টিং ক্লাব এবং মাটশিয়া ফুটবল একাদশ।
৯০ মিনিটের খেলায় গোলশুন্য থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বেনাপোল আধিয়া স্পোর্টিং ক্লাব ৪—৩ গোলে মাঠশিয়া ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
শেখ রাসেল ক্রীড়াচক্রের উদ্যোগে আয়োজিত আট দলীয় নক আউট ভিত্তিক শেখ রাসেল টুর্নামেন্ট এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল কাদের আজাদ, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক শেখ নাসিমুল হাবীব শিপার, সাবেক প্রচার সম্পাদক প্রভাষক মোর্তজা ইসলাম বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা , মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা যুবলীগ নেতা আব্দুল বারিক, পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল হক খোকন।
বাঁকড়া ইউনিয়ন আওয়ামীলীগ থেকে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাষ্টার মোঃ হেলাল খাঁন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট সাইদুর রহমান, বাঁকড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নিছার আলী, বাজার কমিটির সভাপতি মোঃ আঃ সামাদ দপ্তরী।
বাঁকড়া শেখ রাসেল ক্রীড়া চক্রের আহবায়ক
আবুল কালাম আজাদ দপ্তরী।
বাঁকড়া শেখ রাসেল ক্রীড়া চক্রের যুগ্ম-আহবায়ক
মাষ্টার কামরুজ্জামান মিন্টুসহ ঝিকরগাছা উপজেলা আওয়ামী পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।