"না ফেরার দেশে"চলে গেলেন সাংবাদিক জামানের মা!

 প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ০১:১৮ পূর্বাহ্ন   |   জেলার খবর


 গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

   গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা প্রতিনিধি, দৈনিক প্রতিদিনের সংবাদ, নাগরিক সংবাদ ও এ বাংলার আলোর সাংবাদিক মোঃ আছাদুজ্জামানের (এম এ জামান) মা হুরিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।


শুক্রবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। 


৪মাস পূর্বে জামানের সেজ ভাইয়ের অকাল মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি পরিবারটি।আজ মায়ের মৃত্যুতে আরো ভেঙে পড়েন তিনি।


তিনি মৃত্যুকালে ৪ পুত্র, ৩ কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


শুক্রবার বাদ আসর জানাযার নামাজ শেষে উপজেলার ফুকরা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


এদিকে, তাঁর মৃত্যুতে কাশিয়ানী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও বিডিনিউজ ১০ ডটকম, নাগরিক সংবাদ,এ বাংলার আলো, পরিবারসহ স্থানীয় সংবাদকর্মীরা গভীর শোক   প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

জেলার খবর এর আরও খবর: