ঝিকরগাছার বাঁকড়ায় স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ১২:০৫ অপরাহ্ন   |   জেলার খবর


আব্দুল জব্বার, যশোর জেলা ব‍্যুরো প্রধানঃ

   যশোরের ঝিকরগাছা উপজেলার ১১নং বাঁকড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। (৩০ই জুলাই ২০২২) শনিবার বিকাল ০৪ টার সময় বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 


কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ। 


তিনি তার বক্তব্যই বলেন, ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। নেতৃবৃন্দের সমন্বয়ে বাঁকড়া ইউনিয়নে আমরা একটি স্বচ্ছ কমিটি গঠন করতে চাই, এখানে কোনো মাদকসেবী, চাঁদাবাজের ঠাঁই হবে না। 


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আজাহারুল ইসলাম লাবু, কামরুজ্জামান কামাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাইদুর রহমান, উপজেলা সদস্য এইচ এম ওমর শরীফ সাকী, মাহমুদ মুকুল, কাউন্সিলর ও সদস্য সাজ্জাতুল জামান রনি, জাহিদুল ইসলাম, মিন্টু মিয়া ও মিজানুর রহমান। 


সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নিছার আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মুনিরুল আলম মিশর, শংকপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কবিরুজ্জামান মিঠু, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ দপ্তরী,  ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, বাজার কমিটির সভাপতি আঃ সামাদ দপ্তরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল রানা। 


ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত আলীর সভাপতিত্বে ও নুরুজ্জামান আকাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রশান্ত বিশ্বাস কাটু প্রমুখ।

জেলার খবর এর আরও খবর: