বেনাপোলে ১৫০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ১

 প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ১২:০৬ অপরাহ্ন   |   জেলার খবর


মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ রাশেদ আলী (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রাশেদ আলী নারায়ন পুর গ্রামের মৃত ইউনুস হাওলাদারের ছেলে।


বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, রাত সাড়ে ৯টার দিকে গোপন খবর আসে, বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের পাকা রাস্তার ওপর একটি ইজিবাইকে ফেনসিডিলের চালান নিয়ে মাদকব্যবসায়ীরা অবস্থান করছে এমন খবরে পুলিশের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ একজনকে গ্রেফতার করেন। গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

জেলার খবর এর আরও খবর: