যশোরের ঝিকরগাছায় আওয়ামীলীগের একতরফা পূর্ণাঙ্গ কমিটি গঠন
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ
যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের একতরফা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৩০ই জুলাই ২০২২ শনিবার যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
অনুমোদিত কমিটিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদারের স্বাক্ষর নেই। অনেকেই এটাকে হাস্যকর কমিটি হিসাবে উল্লেখ করেছেন, অনেকে এটাকে পকেট কমিটি আবার কেউ বলেছেন, তৃনমুলের রাজনীতি ধংস করতেই টাকার বিনিময়ে এই কমিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কমিটি নিয়ে ইতোমধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঝিকরগাছার ঘোষিত কমিটিতে জাহাঙ্গীর আলম মুকুল সভাপতি, মোস্তফা আনোয়ার পাশা জামাল, রমজান শরীফ বাদশা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ডাঃ মোস্তাফিজুর রহমান মুসা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমান, বাবু অশোক দত্ত, মাস্টার আব্দুস সাত্তার, ডা. মোস্তফা আসাদুজ্জামান আসাদকে সহ-সভাপতি করা হয়েছে।
আর মুছা মাহমুদকে সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকে মনিরুল ইসলাম, মাজাহারুল ইসলাম প্রিন্স, শাহীন-উল-কবিরের নাম রয়েছে।
আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রাসেল পারভেজ (পানিসারা), কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান (গঙ্গানন্দপুর), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (পৌরসভা), ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু (নাভারণ) দপ্তর সম্পাদকে ইকবাল আহম্মেদ রবি (কৃষ্ণনগর-পৌরসভা), ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইদ্রিস আলী (কৃষ্ণনগর-পৌরসভা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোর্তজা ইসলাম বাবু (কৃষ্ণনগর-পৌরসভা), বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান (পুরন্দপুর-পৌরসভা), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল মনি (নাভারণ), মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খাতুন (কৃষ্ণনগর-পৌরসভা) মনোনীত হয়েছেন। এছাড়া মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী (কৃষ্ণনগর-পৌরসভা), যুব ও ক্রীড়া সম্পাদক মনিরুল আলম মিশর (পারবাজার পৌরসভা), শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক প্রধান শিক্ষক মহসিন আলী (সাদ্দামপাড়া-পৌরসভা), শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল হাই (গদখালী), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজল রায়হান (কৃষ্ণনগর-পৌরসভা), স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয় সম্পাদক রাজু কামাল (গদখালী) মনোনীত হয়েছে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মীর বাবরজান বরুন (পানিসরা), শাহীন সরদার (শিমুলিয়া) ও আবুল কাশেমকে (বাঁকড়া)। সহ-দপ্তর সম্পাদক আবু সাঈদ মিলন (কির্ত্তীপুর পৌরসভা), সহ-প্রচার সম্পাদক সামছুজ্জোহা লোটাস (পুরন্দপুর-পৌরসভা), কোষাধ্যক্ষ পদ পেয়েছেন শাহ্ আলম মিন্টু (কৃষ্ণনগর-পৌরসভা)।
এছাড়া সদস্য হয়েছেন, বীর মুক্তিযোদ্ধা ডা. নাসির উদ্দিন (সংসদ সদস্য), অ্যাড. মনিরুল ইসলাম মনির (সাবেক সংসদ সদস্য), কৃষিবিদ আব্দুস সালাম, শেখ আলমুন ইসলাম পিপুল, গিলবার্ট নির্মল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার (কির্ত্তীপুর পৌরসভা), মকবুল হোসেন (কাশিপুর), শাহজাহান আলী (চেয়ারম্যান নাভারণ), বাবু গোবিন্দ চ্যাটার্জি (চেয়ারম্যান-শংকরপুর), আতাউর রহমান মিন্টু (চেয়ারম্যান-হাজিরবাগ), এ্যাড. আবু হাসান (নাভারণ), আতাউর রহমান ঝন্টু (গঙ্গানন্দপুর), মাস্টার কফিল উদ্দিন (মাগুরা), মঞ্জুন্নাহার নাহার নাজনীন সোনালী (সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান), শাহানা খাতুন (সদস্য, জেলা পরিষদ) আহম্মেদ ফারুক শান্তি (পানিসারা), নজরুল ইসলাম (নির্বাসখোলা), মাস্টার হেলাল উদ্দিন খান (বাঁকড়া), বদর উদ্দিন বিল্টু (গঙ্গানন্দপুর), আব্দুর কাদের (পানিসারা), আব্দুল জব্বার (গদখালী), আদম শফিউল্লাহ (শংকরপুর), লিয়াকত আলী (কোরিয়া), মোস্তফা রেফাত পাশা মনি (কৃষ্ণনগর-পৌরসভা), নিমাই চন্দ্র ঘোষ কাউন্সিলর (কৃষ্ণনগর-পৌরসভা), আব্দুর রাজ্জাক নিটল কাউন্সিলর (কৃষ্ণনগর-পৌরসভা), শরিফুল ইসলাম কাউন্সিলর (কৃষ্ণনগর-পৌরসভা), তৌফিকুল আলম বুড়ো (কৃষ্ণনগর-পৌরসভা), সেলিমুল হক সালাম (কৃষ্ণনগর-পৌরসভা), ইলিয়াস হোসেন (কৃষ্ণনগর-পৌরসভা), রফিকুল ইসলাম বাপ্পি (কির্ত্তীপুর-পৌরসভা), আবুল কালাম আজাদ (কৃষ্ণনগর-পৌরসভা), তাজউদ্দিন (কির্ত্তীপুর পৌরসভা), আশরাফুল ইসলাম (কৃষ্ণনগর-পৌরসভা), আলমগীর বাশার (ঝিকরগাছা)।
উপদেষ্টা মন্ডলীর সদস্য হয়েছেন, আলহাজ্ব ডাঃ জি সরওয়ার (এমবিবিএস), আলহাজ্ব আমজাদ হোসেন কলিম (প্রাক্তন চেয়ারম্যান, ঝিকরগাছা) আব্দুল আজিজ (মোবারকপুর-পৌরসভা), ইবাদ আলী (প্রাক্তন চেয়ারম্যান, বাঁকড়া), এ্যাড. শামসুর রহমান (প্রাক্তন চেয়ারম্যান, মাগুরা), উপাধ্যক্ষ চৌধুরী হাফিজুর রহমান (কির্ত্তীপুর-পৌরসভা), আলাউদ্দিন আলা (প্রাক্তন চেয়ারম্যান, হাজিরবাগ), শাহাদত হোসেন মোড়ল (নির্বাসখোলা), ছিদ্দিক হোসেন মোড়ল (শংকরপুর), সুনীল কুমার ঘোষ (মাগুরা), হযরত আলী (গদখালী), বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন (মোবারকপুর-পৌরসভা), প্রধান শিক্ষক মকবুল হোসেন (নির্বাসখোলা), লিয়াকত আলী (ভাটা) (ঝিকরগাছা), মফিজুল ইসলাম তোতন মোড়ল (কৃষ্ণনগর-পৌরসভা)।