হাটিকুমরুল হাইওয়ে থানায় নতুন ওসি বদরুল কবীরের যোগদান

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২২, ০২:৩৯ পূর্বাহ্ন   |   জেলার খবর


সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল হাইওয়ে থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন বদরুল কবীর। বদলী জনিত কারনে পুর্বের দায়িত্বপ্রাপ্ত ওসি লুৎফর রহমান ট্যুরিস্টে বদলী হলে গত ৮ আগস্ট সোমবার ওসি বদরুল কবীর হাটিকুমরুল হাইওয়ে থানায় যোগদান করেন। ২০০৬ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ইতিপুর্বে তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানায় ওসি হিসাবে কর্মরত ছিলেন। এর আগেও তিনি সিএমপি, ডিবি উত্তর জোন, হাসিশহর চট্রগ্রামে ওসি হিসেবে সততা, নিষ্ঠা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোল চত্বর একটি গুরুত্বপুর্ণ স্থান। প্রায় ২০/২২ কিলোমিটার মহাসড়ক হাটিকুমরুল হাইওয়ে থানার আওতাভুক্ত। এমনকি ২০ টি জেলার লোকজনের ঢাকা সহ দক্ষিনাঞ্চলের যাতায়াতের একমাত্র পথ হাটিকুমরুল রোড। সব দিক দিয়ে গুরুত্বপুর্ণ এ হাইওয়ে থানায় দায়িত্ব পালনে তিনি সাংবাদিক সহ সকলের সহযোগীতা কামনা করেন।

জেলার খবর এর আরও খবর: