মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে কালকিনির ডাসারে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২২, ০২:৪২ পূর্বাহ্ন   |   জেলার খবর


ডাসার (মাদারীপুর)প্রতিনিধিঃ

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)'র আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি উদ্যোগ ব্র্যান্ডিং,বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা ভিশন-২০৪১.

মাদক পাচার প্রতিরোধ,বাল্যবিবাহ প্রতিরোধ, গুজব, অপপ্রচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার সহ বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বিকালে ডাসার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ সজিব মাতুব্বর এর বাড়ির আঙ্গিনায়(উত্তর ডাসার) জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠকের মাধ্যমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মাদারীপুর জেলা তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসলাম হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্রুড় কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান,ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান আজাদ, শিকার মঙ্গল মানবকল্যান সংগঠনের সভাপতি মোঃ রাজিব,ব্যাক স্বাস্থ্য কর্মি সৈয়দা ফাহমিদা বেগম প্রমুখ।

জেলার খবর এর আরও খবর: