যশোরের ঝিকরগাছায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে প্রস্তুতি সভায়-এমপি নাসির উদ্দিন

 প্রকাশ: ১৩ অগাস্ট ২০২২, ০৪:৪৫ পূর্বাহ্ন   |   জেলার খবর


আব্দুল জব্বার, যশোর জেলা ব‍্যুরো প্রধান।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের সমন্বয়ে আজ ১২-০৮-২০২২ ইং তারিখ শুক্রবার বিকাল ০৪ টার সময় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক , উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাঃ মোঃ নাসির উদ্দিন এমপি মহোদয়।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা , উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ মোস্তাফিজুর রহমান মুসা, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবীর , উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল কাদের আজাদ, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর সরদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবীব শিপার, জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আজহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোর্তজা ইসলাম বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল হক খোকন। 


পৌরসভার সকল কাউন্সিলরগণ সহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জেলার খবর এর আরও খবর: