বেনাপোলে ফেনসিডিল সহ মাদক কারবারি আটক

 প্রকাশ: ১৪ অগাস্ট ২০২২, ০৩:০০ অপরাহ্ন   |   জেলার খবর


মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ কাজি নজরুল ইসলাম সাকিব (১৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা। 


শনিবার (১৩ আগষ্ট) বিকালে তাকে আটক করা হয়। 


আটক সাকিব বেনাপোল পোটথানার গাতিপাড়া গ্রামের বাবলু মোড়লের ছেলে ।


ডিবি পুলিশ জানান, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার শিকড়ী গ্রামস্থ জনৈক মতির পরিত্যাক্ত জমির সামনে পাকা রাস্তার উপর হতে ৩৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ  তাকে আটক করা হয়।


উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৭০,০০০ টাকা।


জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত বেনাপোল থানায় এজাহার দায়ের করা হয়েছে।

জেলার খবর এর আরও খবর: