যশোরে ও ঝিকরগাছায় দুর্ধর্ষ ডাকাতি, ডাকাতদের মারপিটে নৈশপ্রহরীর মৃত্যু।

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২২, ১২:১৪ পূর্বাহ্ন   |   জেলার খবর


আব্দুল জব্বার, যশোর জেলা ব‍্যুরো প্রধানঃ

  যশোরের নিউমার্কেট ও ঝিকরগাছা বাজারে এক রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের আঘাতে আব্দুস সামাদ (৭০), নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয় ও আহত হয় অপর তিন নৈশপ্রহরী। নিহত নৈশপ্রহরী আব্দুস সামাদ ঝিকরগাছার বেড়েলা গ্রামের মৃত তুরফান মোড়লের ছেলে ও আহত তিন নৈশপ্রহরী হলেন, সুকুমার, ইউসুফ ও কামাল। 


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।


ডাকাত দল যশোরের নিউমার্কেটের একটি দোকান থেকে ব্যাটারী ও মেশিনারিজ যন্ত্রপাতি ডাকাতি করে নিয়ে যায়। রাত ০২টার পর ঝিকরগাছা পৌর মার্কেটের রাজাপট্টি বাজারে এক নাইট গার্ডকে আহত করে ডাকাত দল ব্যাটারী লুট করে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম ও ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত। 


এদিকে ব্যাংক ডাকাতির সময় তিন জনকে হাতেনাতে আটক করেছে র‌্যাব।


কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, রাত ২ টা থেকে ৩ টার মধ্যে নিউ মার্কেট এলাকায় ঢাকা রোডে টিটুর দোকানে ডাকাতরা হানা দেয়। তিনি জানান, ২০-২৫ লাখ টাকার ব্যাটারী ও মেশিনারিজ যন্ত্রপাতি নিয়ে গেছে তারা। তবে, ওসি তাজুল ইসলাম বিষয়টি ডাকাতি নয় বলে দাবি করেন। তিনি বলেন এটি চুরি হয়েছে। জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।


ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, ৮/১০ জনের ডাকাতদল অস্ত্র সজ্জিত হয়ে রাতে রাজাপট্টি বাজারে যায়। বাজারে থাকা চারজন নৈশপ্রহরীকে মারপিট করে হাত-পা ও মুখ বেঁধে রাখে তারা। এরপর ঝিকরগাছা অটো ইলেকট্রিক্যাল ওয়ার্কসপের তালা ভেঙে ২৫টি ট্র্রাকের ব্যাটারি নিয়ে একটি পিকআপ ভ্যানে তুলে চম্পট দেয়। খবর পেয়ে পুলিশ নৈশপ্রহরীদের উদ্ধার করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার সামা সানজিদা আব্দুস সামাদ (৭০), নামে এক নৈশপ্রহরীকে 

মৃত্যু ঘোষণা করেন। 


ঝিকরগাছা অটো ইলেক্ট্রিক্যাল ওয়ার্কশপের মালিক খায়রুল ইসলাম দাবি করেন, তার খোয়া যাওয়া ব্যাটারীর মূল্য প্রায় ৪ লাখ টাকা। অন্যদিকে, টিটুর দাবি তার ৩০-৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।


এদিকে, র‌্যাব যশোরের ঝিকরগাছা থেকে বিদেশি অস্ত্রসহ তিন জনকে আটক করেছে বলে জানিয়েছে। একটি ব্যাংক ডাকাতির সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লেঃ নাজিউর রহমান। 


এবিষয়ে ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, ডিবি পুলিশের টিম দুইটি স্থানই পরিদর্শন করেছে। জড়িতদের আটকে একাধিক টিম মাঠে নেমেছে।

জেলার খবর এর আরও খবর: