জাতিসংঘের মানবাধিকার টিমকে পার্বত্য চট্টগ্রামে প্রবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে- গুইমারায় তিন সংগঠনের বিক্ষোভ মিছিল
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন কায়েম ও
মানবাধিকার লঙ্ঘন,জাতিসংঘের মানবাধিকার টিমকে পার্বত্য চট্টগ্রামে প্রবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে খাগড়াছড়ির গুইমারাতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) গনতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) পার্বত্য নারী সংঘ নেতা কর্মীরা।
রবিবার (১৪ আগষ্ট) সকাল ১০:০০ ঘটিকার সময়ে অনিমেষ চাকমার সভাপতিত্বে গনতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক দ্বারাজ চাকমার সঞ্চালনায় গুইমারায় অনুষ্ঠিত মিছিলে বক্তব্য রাখেন, পার্বত্য নারী সংঘের গুইমারা উপজেলার সদস্য মায়া মারমাসহ বেশ কিছু নেতৃবৃন্ধ।
বক্তারা বলেন-পার্বত্য চট্টগ্রামের চুক্তির পরে আগের চাইতে একবিন্দু মাত্র মানবাধিকার লঙ্ঘন কমেনি,কখনো ঘুম হওয়ার ভয়, কখনো মিথ্যাচারে মামলা,এসব নিত্যদিনের ঘটনা ঘটে চলছে বলে অভিযোগ করেছেন বক্তারা।অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে মানবাধিকার আইন করাসহ জাতিসংঘের মানবাধিকার টিমকে পার্বত্য চট্টগ্রামে প্রবেশের অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছেন তিন সংগঠনের নেতা কর্মীরা।