জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ
মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোরের কাশীপুর সীমান্তে বিজিবি কতৃক এলাকার অসহায় গরীব দুস্থদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সীমান্তের বেংদাহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৩শ' গরীব ও অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা এবং পরে শালকোনা বিজিবি ক্যাম্পে দেড় শতাধিক দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিজিবি'র দক্ষিন-পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল কে এম আজাদ।
আরও উপস্থিত ছিলেন, যশোর -৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) শাহেদ মিনহাজ সিদ্দিকী, কাশিপুর ক্যাম্প কমান্ডার গোলাম মাওলা, শালকোনা ক্যাম্প কমান্ডার আবু তাহের ও বেনাপোল প্রেসক্লাবের সভাপতি রাশেদুর রহমান রাশু।