সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার ১৫ আগষ্ট সকালে বিদ্যালয়ের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন,কালো ব্যাচ ধারণ,চিত্রাঙ্কন,কবিতা আবৃত্তি,বিতর্ক প্রতিযোগীতা,আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার স্কুলের সকল শিক্ষক,কর্মচারী,ছাত্র,ছাত্রী,কমিটির সদস্যদের উপস্থিতিতে দিবসটির তাৎপর্য ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান শিক্ষক আব্দুল মান্নান,,সহকারি প্রধান শিক্ষক হাফিজুর রহমান,ইউপি সদস্য সিরাজুল ইসলাম,শিক্ষিকা মমতাজ সিদ্দিকা সহ অনেকে বক্তব্য রাখেন। প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,তার পরিবার, জাতীয় ৪ নেতা সহ সকল শাহাদতকারীদের জন্য দোয়া করা হয়।