সলঙ্গার হাটিকুমরুল ইউনিয়ন আ'লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

 প্রকাশ: ১৬ অগাস্ট ২০২২, ০৩:০৪ অপরাহ্ন   |   জেলার খবর


জি,এম স্বপ্না,সিরাজগঞ্জঃ

  নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানার  হাটিকুমরুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

(উল্লাপাড়া-সলঙ্গা) আসনের মাননীয় সংসদ সদস্য তানভীর ইমামের দিক নিদের্শনায় হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শোক দিবস পালিত হয়েছে।

 সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম (আলম রেজা) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দিন ব্যাপি কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে হাটিকুমরুল গোলচত্তরের শাহজাহান আলী সুপার মার্কেট প্রাঙ্গনে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জীবনী, আদর্শ, অবদানের উপর আলোচনা সভা, বিশেষ দোয়া সহ ১৫ আগস্টে অন্যান্য শাহাদাতকারিদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়।

আলোচনা সভায় হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মামুন রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা। সলঙ্গা থানা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী তোজাম্মেল হক মাষ্টার, সলঙ্গা থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বিএসসি, থানা আওয়ামীলীগের সদস্য সামছুল আলম সাচ্চু, সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার, থানা শ্রমিক লীগের সভাপতি মাসুদ রানা শান্ত, ইউপি সদস্য ময়ান আলী মঈন, সেলিম রেজা, ইব্রাহিম হোসেন, শ্রমিক নেতা আজিজুল বারী সুমন, মহাব্বত আলী শামীম, হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সাজু, ইমরান হোসেন, ছাত্র নেতা টুটুল আহমেদ রুহুল, সবুজ হোসেন সহ ইউনিয়ন আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের স্মরনে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলার খবর এর আরও খবর: