ঝিকরগাছা থানায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায়: এমপি নাসির উদ্দিন।

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২২, ০৮:২১ অপরাহ্ন   |   জেলার খবর


আব্দুল জব্বার, যশোর জেলা ব‍্যুরো প্রধানঃ

  যশোরের ঝিকরগাছা থানায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ সুমন ভক্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন মহোদয়।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মোস্তাফিজুর রহমান মুসা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। 


আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ফিরোজ কবীর, সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) জুয়েল ইমরান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী।


বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণসহ উপজেলা আওয়ামীলীগ পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের প্রাণোবন্ত সঞ্চালনা করেন, ঝিকরগাছা থানার এসআই মোঃ আমির সোহেল।

জেলার খবর এর আরও খবর: