যশোর শার্শার রুদ্রপুরে সীমান্তে ১৭ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

 প্রকাশ: ১৯ অগাস্ট ২০২২, ১০:২৬ অপরাহ্ন   |   জেলার খবর


মনা,যশোর জেলার প্রতিনিধিঃ

  যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে ১৭টি স্বর্ণের বারসহ মোনতাজ হোসেন (৪৫) নামে একজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

আজ শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টায় তাকে আটক করা হয়। মোনতাজ হোসেন পুটখালী গ্রামের মৃত দ্বীন মোহাম্মাদের ছেলে।


২১-বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, বেলা ১১টায় রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে জানতে পারে বিজিবি। খবর পেয়ে রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেন ওই এলাকায় অভিযান চালিয়ে মোনতাজকে আটক করেন। পরে তার শরীরের বিভিন্ন জায়গায় কৌশলে লুকিয়ে রাখা ১৭ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এগুলোর ওজন ১ কেজি ৯৮৫ গ্রাম, মূল্য প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা।


আটক মোনতাজকে শার্শা থানায় সোপর্দ করা হয়ে ।

জেলার খবর এর আরও খবর: