গোপালগঞ্জে মিথ্যা সংবাদ সম্মেলন ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সোনা মিয়া নামের এক চেয়ারম্যান।

 প্রকাশ: ১৯ অগাস্ট ২০২২, ১১:৫৫ অপরাহ্ন   |   জেলার খবর


গোপালগঞ্জ প্রতিনিধি, মিরাজুল ইসলামঃ

   শুক্রবার (১৯ আগষ্ট) দুপুরে সদর হাসপাতাল সংলগ্ন গোপালগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ করেন চেয়ারম্যান সোনা মিয়া।



 


হাবিবুর রহমান (সোনা মিয়া) নামের ওই চেয়ারম্যান গোপালগঞ্জ সদর উপজেলার ১৪ নং করপাড়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান।


গত ৫ জানুয়ারি ২০২২ সালে ৯জন প্রার্থী কে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে ছিলেন।


 


চেয়ারম্যান হাবিবুর রহমান সংবাদ সম্মেলন বলেন, আমি এলাকার সাধারণ মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড সহ শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। এসকল কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে এলাকার একটি কুচক্রি মহল ও আমার বিরোধীরা নাজু নামের এক মহিলা ওরফে বেটা নাজু কে দিয়ে গত ১৬ আগষ্ট ২০২২ তারিখে গোপালগঞ্জ বিঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মনগড়া, ভিত্তিহীন ও বানোয়াট মামলা দিয়েছে। এছাড়াও আজ শুক্রবার (১৯ আগষ্ট) সকালে সংবাদ সম্মেলনে করিয়েছে।


 


সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে তার কোনটির সঙ্গেই আমার কোন যোগসূত্র নেই। আমি এর তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি।


 


চেয়ারম্যান আরো বলেন, নাজু ওরফে (বেটা নাজু) এলাকায় চিহ্নিত একজন সুদকারবারি, জুয়াড়ি ও অনৈতিক চরিত্রের অধিকারী। ইতিপূর্বে এলাকার অনেক নিরিহ ও সম্মানিন মানুষকে মিথ্যা ও ভিত্তিহীন মামলা- হামলা দিয়ে হয়রানি সহ জরিমানা আদায় করেছে।

জেলার খবর এর আরও খবর: