রায়গঞ্জে মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ এর ৩৬ তম মৃত্যুবার্ষিকী পালিত
জি,এম স্বপ্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি বেগম নূরুণনাহার তর্কবাগীশ অনার্স কলেজে রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহের মহা নায়ক মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ এর ৩৬ তম মৃত্যুবার্ষিকী যথাযথ ভাবে পালিত হয়েছে।
আজ শনিবার (২০ আগস্ট) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ সিরাজুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আতাউর রহমান খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফজলুল হক খান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জাকারিয়া সওদাগর, বাংলা বিভাগের প্রভাষক আনিসুর রহমান ও ইংরেজি বিভাগের প্রভাষক ফিরোজ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্র নায়ক, ভাষা আন্দোলনের অন্যতম নেতা ও ঐতিহাসিক রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহের প্রাণপুরুষ মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশের বর্ণাঢ্য রাজনৈতিক কর্মময় জীবন নিয়ে বিশদ আলোচনা করেন।
শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং কলেজের প্রতিষ্ঠাতা মরহুমের অসুস্থ মেজো ছেলে সৈয়দ শামসুল আলম হাসু'র আরোগ্য ও তার পরিবারের সকল সদস্যদের সুখ-শান্তির জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক শামসুল আলম।