যশোরের বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আপন ভাই-বোনের মৃত্যু
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ
যশোরের বাঘারপাড়া উপজেলার ভদ্রডাঙ্গা গ্রামের নিজেদের নির্মাণাধীন বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশু ভাই-বোনের। বাঘারপাড়া উপজেলায় শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ছাদের উপর এ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।
নিহতরা হলো, উপজেলার ভদ্রডাঙ্গা গ্রামের কবির হোসেনের ১৪ বছরের ছেলে আবু হুসাইন আকাশ ও পাঁচ বছরের মেয়ে নুসরাত। বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে নিহতদের পিতা কবির হোসেন জানান, আমি যশোর শহরে বসবাস করি। বৃহস্পতিবার বাঘারপাড়ার ভদ্রডাঙ্গা গ্রামের বাড়িতে যায়। আজ (শুক্রবার) সকালে আমার দুই ছেলে মেয়েকে খোঁজ করি। তারা কখন ছাদে গিয়েছে খেয়াল করিনি। ছাদে উঠে সাইনবোর্ডে হাত দিয়েছে। সাইনবোর্ড বিদ্যুৎতায়িত তা আমাদের জানা ছিল না। আমার দুই সন্তান সাইনবোর্ডে হাত দেওয়ায় বিদ্যুৎস্পৃর্শ হয়।
তিনি আরও জানান, লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শুভাশীষ রায় আকাশকে মৃত ঘোষণা করেন। এবং চিকিৎসার জন্য নুসরাতকে ভর্তি করেন। কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় শিশু সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য এর আগে গত ৩ আগস্ট বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামে অসাবধানতাবশত গবাদিপশুর ঘাসকাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়।