সলঙ্গায় বন্ধু সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
"বৃক্ষ নিধন আর নয়, দেশকে করুন বৃক্ষময়" এ শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গায় বন্ধু সংঘের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান সহ রাস্তার পাশে বৃক্ষরোপণ করা হয়েছে। বন্ধু সংঘের প্রতিষ্ঠাতা,বৃক্ষপ্রেমী কলেজ পড়ুয়া রাকীব হাসান রিয়াদ নিজ উদ্যোগে বন্ধু সংঘের সদস্যদের সহায়তায় শুক্রবার বিকেলে এ সব ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেন। সলঙ্গার বাসুদেবকোল সপ্রাবি ও সলঙ্গা দিগর হাফিজিয়া মাদ্রাসাতেও বৃক্ষরোপন করা হয়। এ ছাড়াও সলঙ্গা টু ঘুড়কা আঞ্চলিক পাকা সড়কের শ্রীরামের পাড়া রাস্তার পাশেও বৃক্ষরোপন করেন। রোপনকৃত গাছগুলোর মধ্যে রাস্তাঘাট,আঙিনা ও প্রতিষ্ঠানে চোখ ধাধানো, সৌন্দর্য আর শোভা বর্ধনকারী কৃঞচুড়া ছিল উল্লেখযোগ্য।বৃক্ষপ্রেমী রিয়াদ সাংবাদিকদের জানান,বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তন ও নির্বিচারে বৃক্ষনিধন করায় প্রতিনিয়ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঘটেই চলেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানো খুবই জরুরি। তিনি আরও বলেন, এখন গাছ লাগানোর উপযুক্ত সময়। তাই আসুন আমরা সরকারি নির্দেশনার পাশাপাশি যার যার অবস্থানে থেকে নিজেদের বসতভিটার খালি জায়গা,রাস্তাঘাটে ন্যুনতম ১ টি করে গাছ লাগাই।