২১ আগস্টে গ্রেনেড হামলার প্রতিবাদে লালপুরে প্রতিবাদসভা ও দোয়া মাহফিল
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নাটোরের লালপুরে প্রতিবাদসভা ও দোয়া মাহফিল করেছে লালপুর উপজেলা আওয়ামীলীগ।
রবিবার বিকেলে উপজেলার গোপালপুর কড়ইতলা চত্তরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সহ সভাপতি আসম মাহমুদুল হক মুকুল এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম জয় এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য আরিফুল ইসলাম উজ্জল, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য বাবুল আকতার, উপজেলা আওয়ামীলীগের সাবেক মহিলা সম্পাদিকা আছিয়া জয়নুল বেনু, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু, প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আলাল,প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, সদস্য ফিরজ আল হক ভুইয়া, আওয়ামীলীগ নেতা রোকনুল ইসলাম লুলু, সাইফুল ইসলাম মোল্লা প্রমুখ।
প্রতিবাদসভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,তার সাথে নিহত সকল সদস্য এবং ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।