যশোরের ঝিকরগাছায় ২১ শে আগস্ট গ্রেনেট হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ
যশোরের ঝিকরগাছা উপজেলায় ২০০৪ সালের ২১ শে আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২১শে আগষ্ট) বিকালে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনেরর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
২০০৪ সালের ২১শে আগস্ট তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা'কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামীলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন এঁর নেতৃত্বে আজ বিকালে ঝিকরগাছা বাজারে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।
আরোও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোস্তাফিজুর রহমান মুসা, সাবেক যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবিব শিপার, সাবেক প্রচার সম্পাদক মুর্তজা ইসলাম বাবু, যশোর জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আজাহার আলী, উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস-চেয়ারম্যান লুবনা তাক্ষী, যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, আবু জাফর মনি, আব্দুল বারিক, আব্দুল জব্বার, নজরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বরি, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি শামসুর রহমান, কেটি রহমান, পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল হক খোকন, যুবলীগ নেতা আরিফুজ্জামান সন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম বাপ্পী, উপজেলা তাতীলীগের সাধারণ সম্পাদক আশানুর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ফারুক হোসেন, গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান আমিন, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান সরদার, শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গোবিন্দ চ্যাটার্জী, পানিশারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন পিকুল, গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান আলী মোড়ল, নাভারন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান আলী, বাঁকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নেছার আলী, নাভারন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলি, গদখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা প্রফেসর আশরাফ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রিন্স, সহ ঝিকরগাছা উপজেলা আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ।