এবার রাজশাহীতে শিক্ষিকাকে কান ধরে উঠবস করালেন প্রধান শিক্ষিকা
লিয়াকত হোসেন রাজশাহীঃ
রাজশাহী পবা উপজেলার হরিপুর ইউনিয়নের হাড়ুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা ফেরদৌসীর বিরুদ্ধে অত্র স্কুলের সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসীর জোরপূর্বক কান ধরে উঠবস করানোর অভিযোগ পাওয়া গেছে।
ছবি দিয়ে টিক টক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার জন্য এই কান্ড ঘটিয়েছে বলে জানা যায়। বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা নাজমা ফেরদৌসী শিক্ষিকাকে জনসম্মুখে এ শাস্তি দিয়েছেন বলে তিনি অভিযোগপত্রে তা উল্লেখ করেন ভুক্তভোগী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস।
গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) স্কুল চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে, এবিষয়ে পবা উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই ভুক্তভোগী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস।
এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামকে দিয়ে তদন্ত ভার দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, প্রধান শিক্ষিকা গত ২৪ আগস্ট বুধবার প্রধান শিক্ষিকা নাজমা ফেরদৌস ওই শিক্ষিকাকে তার অফিস রুমে ডেকে পাঠান। এ সময় প্রধান শিক্ষিকার রুমে তার স্বামীও উপস্থিত ছিলেন। তিনি একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। এ ছাড়া সেখানে বিদ্যালয়টির জমিদাতাও উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে প্রধান শিক্ষিকা ওই শিক্ষিকাকে কান ধরে ওঠবস করান।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষিকা নাজমা ফেরদৌস বলেন, কান ধরে উঠবস করানোর অভিযোগটি সত্য নয়। তবে ওই শিক্ষিকা আমার ছবি দিয়ে টিকটক বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শ্রেণি শিক্ষকদেরকে দেখায়, তাই আমি ওই শিক্ষিকাকে অফিস রুমে ডেকে সতর্ক করেছি মাত্র।
লিখিত অভিযোগের বিষয়ে পবা উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি এবং একজন শিক্ষককে তদন্ত ভার ও দেওয়া হয়েছে। আগামী রবিবারের মধ্যে পূর্ণ তদন্ত জানাতে পারব।