আইসিউ যুক্ত আ্যাম্ভুলেন্স। নেই চালক।নেই চিকিৎস বা স্বাস্থ্য সহকারী।

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২২, ১১:০৪ অপরাহ্ন   |   জেলার খবর


তাসনিয়া হাসান অর্পিতাঃ

   বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের বহুতল বিশিষ্ট ভবণ চালু হয়নি ৩বছরেও। এই হাসপাতালের জন্যই ভারত সরকারের উপহার দেয়া আইসিউ যুক্ত অত্যাধুনিক আ্যাম্ভুলেন্স দেয়া হয় চলতি বছরের জুন মাসের ১০ তারিখ। আ্যাম্ভুলেন্স দেয়া হলেও চালকের পদে কেউ নেই। বরগুনা জেনারেল হাসপাতালে বর্তমানে দুটি আ্যাম্ভুলেন্সের একটি সচল আছে। চালক দীর্ঘ দিন যাবৎ গুরুত্বর রোগে আক্রান্ত থেকেও কাজ করে যাচ্ছেন।

আধুনিক এই আ্যাম্ভুলেন্সের জন্য একজন চালক, একজন সার্বক্ষণিক মেডিকেল অফিসার ও একজন স্বাস্থ্য সহকারীর পদ নিয়োগের বিধান থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর  শুধু একটি আ্যাম্ভুলেন্স দিয়েই তাদের দায়িত্ব শেষ করেছেন।

বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারন সম্পাদক হোসনেয়ারা হাঁসি বলেন, আমাদের একটি আধুনিক সেবাদানের আ্যাম্ভুলেন্স দেয়া হলেও আ্যাম্ভুলেন্স চালাবে কে? এটা বরগুনা বাসীর জন্য উপহাস নয় কি? অন্তত চিকিৎস না হউক একজন স্বাস্থ্য সহকারী আর চালক নিয়োগ না দিলে আ্যাম্ভুলেন্সটি অকেজো হয়ে যাবে

বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষন কমিটির সাধারন সম্পাদক মনির হোসেন কামাল বলেন,সিডরের পর ২০০৮ সালে বরগুনায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি আধুনিক ওয়াটার আ্যাম্ভুলেন্স দেয়া হয়। ব্যায়বহুল ঐ আ্যাম্ভুলেন্সের ও কোন চালক নিয়োগ দেয়া হয়নি।আ্যাম্ভুলেন্সটি মাটির সাথে মিশে গেছে!

বরগুনা জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃসোহরাব উদ্দীন খান বলেন,আমাদের একজন মাত্র চালক সেও কয়েক বছর অসুস্থ। নতুন আ্যাম্ভুলেন্সে না দেয়া হয়েছে চালক না কোন স্বাস্থ্য সহকারী। আইসিউর আ্যাম্ভুলেন্স সবাইতো ব্যাবহার করতে পারবেনা। তা'হলে রুগীরা কি ভাবে সেবা পাবে?

বরগুনা সদর আসনের সংসদ সদস্য। আ্যাড়ঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন,এ ব্যাপারে আমি স্বাস্থ্য মন্রীর সাথে কথা বলবো। যাতে দ্রুত এই আ্যাম্ভুলেন্সের জন্য একজন চালক ও স্বাস্থ্য সহকারী নিয়োগ দেয়া হয়।

জেলার খবর এর আরও খবর: