মাদারীপুরে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
আলোচিত বার্তা প্রতিনিধি, মোঃ রিয়াজ ফকিরঃ
মাদারীপুরের রাজৈরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ) রাজৈর উপজেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
(২৫ আগস্ট) বৃহস্পতিবার বিকেলে রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে।
এসময় বিভিন্ন আয়োজনের মধ্য ছিলো, অতিথির শোক স্বারক প্রদান, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নিরাবতা পালন, কবিতা আবৃত্তি ও আলোচনা।
বিএমএসএফ এর রাজৈর উপজেলা শাখার সভাপতি এস এম ফেরদৌস হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো রেজাউল করিম শাহীন চৌধুরী, সম্মানিত অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সংস্কারক, প্রবাসী ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা নাফিউল ইসলাম পান্না, প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাহাবুদ্দিন সাহা।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লিমন রায়, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আনিসুজ্জামান, ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, রাজৈর থানার অফিসার ইনচার্জ মো আলমগীর হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস, অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করেন মুন্সী আব্দুর রশিদ, মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনীর হোসেন বিলাস, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মনীন্দ্র নাথ বাড়ৈ, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক, আবুল খায়ের খান, মানবাধিকার কর্মী ছানোয়ার হোসেন বাশার হাওলাদার, এস এম জাকির হোসেন ডাবলুসহ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, হায়দার গাছী, এস এম আজিজুল হক, জেলা যুবলীগ নেতা জিহাদুর রহমান সবুজ, যুবলীগ নেতা মনির হোসেন লাভলু, রিয়াজ মাহমুদ, মো শাওন করিম, সুজন হোসেন রিফাত, মুক্তার হোসেন, জাহিদ হাসান, সোহেল শিকদার, মেহেদী হাসান সোহেল, আলী শেখ, সুবাইল খন্দকার, সাদিয়া সাদিসহ সংগঠনের সাংবাদিকবৃন্দ।