যশোর জেলার শ্রেষ্ঠ এসআই হলেন শার্শা থানার তারিকুল ইসলাম

 প্রকাশ: ৩০ অগাস্ট ২০২২, ০২:০৩ পূর্বাহ্ন   |   জেলার খবর


মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

   যশোরের শার্শা থানার এসআই এটিএম তারিকুল ইসলাম যশোর জেলার শ্রেষ্ঠ বিট অফিসার নির্বাচিত হয়েছেন। জুলাই/২০২২ মাসের মাসিক কল্যাণ সভায় বিট অফিসার হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করায় জেলার শ্রেষ্ঠ এসআই(নিঃ) নির্বাচিত হয়ে এই গৌরব অর্জন করেন তিনি।


রোববার যশোর জেলা পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় শার্শা থানার এসআই(নিরস্ত্র)/এটিএম তারিকুল ইসলাম এর হাতে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার বিপিএম (বার) পিপিএম। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এবিষয়ে শার্শা থানার এসআই এটিএম তারিকুল ইসলাম বলেন, সঠিক দিক-নির্দেশনা এবং অনুপ্রেরণায় আজকের আমি শ্রেষ্ঠ বিট কর্মকর্তা হিসেবে নির্বাচিত হতে পেরেছি। যাদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় (৬নং বিট) উলাশী ইউনিয়ন শ্রেষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়েছি। এই ভালো কাজের ধারা যেন অব্যাহত রাখতে পারি, সেজন্য সকলের দোয়া কামনা করছি।

জেলার খবর এর আরও খবর: