গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত।

 প্রকাশ: ৩০ অগাস্ট ২০২২, ০২:০৭ পূর্বাহ্ন   |   জেলার খবর


মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

  গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী 

দুই বন্ধু অপু রায় (২৭) এবং তরিকুল শেখ (২৮) নিহত হয়েছে। আজ সোমবার (২৯ আগস্ট) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


পুলিশ জানায়, কোটালীপাড়া থেকে মোটরসাইকেল যোগে দুই বন্ধু অপু রায় এবং তরিকুল শেখ  গোপালগঞ্জ সদর উদ্দেশ্যে রওনা হয়। পরে তারা সদর উপজেলার গোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই দুই বন্ধু অপু রায় এবং তরিকুল শেখ  নিহত হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।


নিহতরা হলেন, গোপালগঞ্জ শহরের চাউল ভান্ডার এর মালিক বাবুল শেখ এর ছেলে তরিকুল শেখ, বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায়। 


এবং গোপালগঞ্জ সদর উপজেলার কাটরবাড়ি এলাকার প্রফুল্ল রায়ের ছেলে গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি অপু রায়।

জেলার খবর এর আরও খবর: