বরগুনায় আগুনে পুড়ে ১০টি ব্যাবসা প্রতিষ্ঠানের প্রায় ২ কোটি টাকার ক্ষতি।

 প্রকাশ: ৩০ অগাস্ট ২০২২, ০২:৩০ পূর্বাহ্ন   |   জেলার খবর


তাসনিয়া হাসান অর্পিতাঃ

  বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনা সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের গৌরিচন্না বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে ১৩ জন ব্যাবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন(পিআইও) কর্মকর্তা জিয়াউল হক। তিনি বলেন,৩টি ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক দুজন করে হওয়ায় ১৩ জনকে ক্ষতিগ্রস্তের তালিকায় নেয়া হয়েছে।পিআইও বলেন,প্রাথমিক ভাবে ২ কোটি টাকার ক্ষতির ধারনা করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে রোববার ক্ষতিগ্রস্তদের ৩০ কেজি করে চাউল ও দুইবান করে ঢেউটিন সহায়তা দেয়া হয়েছে।রোববার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।বরগুনা ও বেতাগীর ফায়ার সার্ভিসের সদস্যরা, রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন, স্কাউট, উৎসর্গসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় জনগন প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।  আগুন লাগার খবর শুনে বরগুনা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন।

গৌরীচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  এ্যাড. তানভীর আহমেদ সিদ্দিকী বলেন, রাত এগারোটার পরে আমাদের গৌরীচন্না বাজারে আগুন লেগেছে। শুনে সাথে সাথে আমি ছুটে এসেছি অনেকগুলো দোকান ঘর পুরে নিঃস্ব হয়ে গেছে কয়েকটি পরিবার। এক-একটি দোকানে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, উপস্হিত সকলে নিজ নিজ  স্হান থেকে চেষ্টা করে আগুন নিভানোর কাজে পরিশ্রম করেছে।


বরগুনা ফায়ার সার্ভিসের স্টেশনের সহকারী পরিচালক শামীম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে ছুটে আসি। বরগুনা ও বেতাগীর দুইটি ইউনিট ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে ধারনা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তিনি আরও জানান, আগুনে ক্ষতির পরিমান এখনো বের করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ক্ষতির পরিমান কমপক্ষে দুই কোটি টাকা হবে।

জেলার খবর এর আরও খবর: