গোপালগঞ্জ কাশিয়ানীতে ঘুষ বাণিজ্যে লিপ্ত কর্মসংস্থান ব্যাংক , অভিযোগ ভুক্তভোগী দের!
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঋণ প্রদানে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে কর্মসংস্থান ব্যাংকের শাখা ব্যবস্থাপক গোলাম মোস্তফার বিরুদ্ধে।
কাশিয়ানী উপজেলার খায়ের হাটের উজ্জ্বল,শিপগাতি পারুলিয়ার মেহেদী হাসান ও ফুকরা গ্রামের টিপু সুলতান শাখা ব্যবস্থাপক গোলাম মোস্তফার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগীরা যথা যথ আইনী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে অভিযোগ পাঠিয়েছেন কর্ম সংস্থান ব্যাঙ্ক, নির্বাহী অফিসার ও অন্যান্য সাংগঠনিক দায়িত্ব শীল দপ্তরে।
গ্রাহকদের অভিযোগ, ঘুষ না দেওয়ায় বৈধ কাগজপত্র থাকার পরও ঋণ পাচ্ছেন না তারা।
অনুসন্ধানে জানা গেছে, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় কর্মসংস্থান ব্যাংকের শাখা ব্যবস্থাপক গোলাম মোস্তফা এই শাখায় যোগ দেওয়ার পর থেকেই অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্য শুরু করেন। বৈধ কাগজপত্র থাকলেও ঘুষ না দিলে গ্রাহকদের বিভিন্নভাবে হয়রানি করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, এক লক্ষ টাকার লোনের জন্য ১০ হাজার টাকা দাবি করে, না দিতে পারায় লোনটি বাতিল করেদেন ব্যবস্থাপক গোলাম মোস্তফা।
খায়েরহাট গ্রামের মৃত: আলিম শিকদারের ছেলে উজ্জল শিকদার অভিযোগে বলেন, আমি পূর্বের লোন পরিশোধের পর দুই লক্ষ টাকা লোন দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা ঘুষ চান এবং গোপালগঞ্জ আঞ্চলিক ব্যাবস্থাপকে জন্য ৫ হাজার টাকা ঘুষ চান। ঘুষের টাকা না দিলে লোন হবেনা বলেদেন। ব্যবস্থাপকের দাবি অনুযায়ী টাকা ঘুষ না দেওয়ায় উপযুক্ত দলিল থাকার পরও ঋণ পাননি বলে অভিযোগ তার।