বাবার জীবন বাঁচাতে মেয়ের আকুতি

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ০১:১৫ অপরাহ্ন   |   জেলার খবর


কিডনি জটিলতার কারণে গোপালগঞ্জের সাংবাদিক আমির হামজা (৪৩) এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। পাঁচ মাস আগে তার দুটো কিডনিতে সমস্যা দেখা দেয়। বর্তমানে দুটো কিডনির ৯৫ ভাগ অকেজো হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।  


বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে দ্রুত দেশের বাহিরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে তার পক্ষে বিদেশ দূরে থাক, দেশের মধ্যেই চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে। 



এদিকে বাবার জীবন বাঁচাতে ও উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুতি জানিয়েছেন আমির হামজার একমাত্র মেয়ে গোপালগঞ্জের যুগশিখা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান রহমান রোদেলা। 


কান্না জড়িত কণ্ঠে রোদেলা বলেন, আমার বাবা না থাকলে আমরা কিভাবে বাঁচব? আমার লেখাপড়া বন্ধ হয়ে যাবে। আমি প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি। 


আমির হামজা প্রায় দুই দশক ধরে সাংবাদিকতা পেশার সাথে জড়িত। বর্তমানে তিনি সময় টেলিভিশনের গোপালগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন। 


সাহায্য পাঠানোর জন্য- আমির হামজা, অ্যাকাউন্ট নম্বর: ১০৮৩২০১০০০০০২৮১৮, ইউসিবি ব্যাংক, গোপালগঞ্জ। এছাড়া হামজার নিজস্ব বিকাশ নম্বর-০১৭১৫-১৬৮৮৬৯

জেলার খবর এর আরও খবর: