বুড়িচংয়ে অটোরিকশার ছিটের নিচে মিললো ১২ কেজি গাঁজা
মারুফ হোসেন, বুড়িচং ঃ
কুমিল্লার বুড়িচং উপজেলা লড়িবাগ এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুড়িচং থানা অফিসার ইনচার্জ মারুফ রহমানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ( ২ সেপ্টেম্বর ২০২২) শুক্রবার দুপুরে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ এলাকার রাস্তায় অভিযান পরিচালনা করে এসআই আব্দুল জব্বার ও এএসআই নুর আলমসহ সঙ্গীয় ফোর্স। এসময় একটি অটোরিকশাকে আটক করে তল্লাসী চালিয়ে ছিটের নিচে পাওয়া যায় ১২ কেজি গাঁজা।পরে দৌড়ে পালানো চেষ্টা করে অটোরিকশা চালক জামাল হোসেন (২৯)। এ সময় পুলিশ তাকে আটক করে । আটককৃত মাদক কারবারীর জামাল হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ।