জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৩ অপরাহ্ন   |   জেলার খবর


কাজী ওহিদ- 

 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত নেতৃবৃন্দ।

 ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ‌বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপির নেতৃত্বে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এসময় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি রবিউল আলম সিকদার ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলার খবর এর আরও খবর: